খবরনর্দার্ন আয়ারল্যান্ড
দলীয় অনুমতি ছাড়া মিডিয়ায় সাক্ষাৎকার দিলে ১ হাজার পাউন্ড জরিমানার বিধান ডিইউপি‘র

নর্দার্ন আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)‘র নেতারা দলীয় অনুমতি ছাড়াও কোন মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিলে জরিমানার বিধান করেছে। ডিইউপির গোপন একটি সূত্র বিবিসি‘কে জানিয়েছে, দলের কোন নেতা যদি দলীয় প্রটকল ভেঙ্গে মিডিয়ার সাথে কথা বলেন, তাহলে তাকে সর্বোচ্চ ১ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা প্রদান করতে বাধ্য করা হবে।
ডিইউপি জানিয়েছে, এটি দলের সাংবিধানিক একটি নীতিমালা যা নির্বাহী সভায় পাশ হয়েছে।
বিবিসি জানিয়েছে তাদের কাছে প্রমান হিসেবে ডিইউপির চীফ এক্সিকিউটিভের সাক্ষরিত একটি চিঠি রয়েছে, যাতে দলটির একজন নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে এমন শৃঙ্খলা ভঙ্গের জন্য জরিমানা আদায় করা হয়েছে।
নিয়ম ভঙ্গের জন্য প্রাথমিকভাবে ১০০ পাউন্ড জরিমানা এবং পরবর্তীতে নিয়ম না মানলে ৫০০ থেকে সর্বোচ্চ ১০০০ পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
যদিও নর্দার্ন আয়ারল্যান্ডের পার্লামেন্ট স্টরমন্টের অন্য দলগুলোর ভেতরে এমন নিয়ম নেই বলে জানিয়েছে দলগুলোর সূত্র।