ওয়েলসখবর

ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্যের নাম করণের উৎসব আজ

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম এবং কেট মিডেলটনের তৃতীয় সন্তান প্রিন্স লুইসের নামকরণের উৎসব আজ অনুষ্ঠিত হবে।

ঘরোয়াভাবে সেন্ট জেমস প্রাসাদের ‘দ্য চ্যাপেল রয়েল’ এ নামকরণের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ উপস্থিত থাকবেন না। তবে ডিউক ও ডাচেস অব সানেক্স-প্রিন্স উইলিয়াম এবং মেগান মার্কেল উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

নামকরণ অনুষ্ঠানে প্রিন্স লুইস হাতে তৈরি একটি পোশাক পরবে যা ১৮৪১ সালে তৈরি করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার বড় মেয়ের জন্য। ঘরোয়া এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য চা-নাস্তার ব্যবস্থা করা হয়েছে প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার বাসভবন ক্লারেন্স হাউসে।

উল্লেখ্য, ৪ বছরের প্রিন্স জর্জ এবং ৩ বছরের প্রিন্সেস শার্লটের পর ২৩ এপ্রিল লন্ডনে প্রিন্স লুইস জন্মগ্রহণ করেছে। ইয়ন নিউজ

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close