সমগ্র বিশ্ব

সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় কারণেই বিমান দুর্ঘটনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের পাইলট অতিরিক্ত সময় কাটানোর কারণে নির্ঘুম থাকায় ২০১৩ সালে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। শুক্রবার বেঙ্গালুরুতে ৫৭তম ইন্ডিয়ান সোসাইটি অব মেডিসিন সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় দেশটির বিমান বাহিনীর প্রধান বি এস ধানোয়া এ তথ্য প্রকাশ করেছেন।

বিমান উড্ডয়নের আগে পাইলটের পর্যাপ্ত ঘুম হয়েছিল কিনা, তা শনাক্ত করতে একটি ব্যবস্থা খোঁজা হচ্ছে বলে তিনি জানালেন। ধানোয়া বলেন, রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করায় পাইলটদের চোখে ঘুমের অভাব থেকে যায়।

ধানোয়া বলেন, ২০১৩ সালে উত্তরলাইয়ে দুর্ভাগ্যবশত একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্ত থাকায় পাইলট বেশ কয়েকদিন রাতে ঠিকমতো ঘুমাননি বলেই এমনটা ঘটেছিল।

তিনি বলেন, প্রধান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য খুবই অপরিহার্য। ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে এরকম মাধ্যমের বিকল্প নেই।। আমাদের সমাজিক পরিবর্তনের কারণেই এমনটি ঘটেছে। এটা আমাদের নতুন প্রতিকূলতা। আলজাজিরা

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close