সমগ্র বিশ্ব
ইরানে চোরাই মদ পান করে ২৭ জনের মৃত্যু

ইরানে চোরাই মদ পান করে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে আরো তিন শতাধিক। রোববার দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরানে মদপান দণ্ডনীয় অপরাধ। মদ বিক্রি আইনত নিষিদ্ধ হলেও দেশটিতে চোরাই মদ ব্যাপকভাবে পাওয়া যায। ইরানের ইতিহাসে চোরাই মদপানে মৃত্যুর এই ঘটনাকে সবচেয়ে বাজে ঘটনাগুলোর একটি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
জরুরি সেবা বিভাগের মুখপাত্র মোজতাবা খালেদি জানিয়েছেন, পাঁচটি প্রদেশের প্রায় ১৭৬ জন লোক এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।