ফিচার
ভালোবাসার উপহার

হিমেল মাহমুদ:
ভাবছি…
দেখতে দেখতে কিভাবে কেটে গেলো সময়গুলো
এক এক করে দু দুটি বছর।
সময়ের পেন্ডুলামে যতটুকুই তোমাকে পেয়েছি
তার প্রতিটা মূহুর্তে পেয়েছি তোমার
হৃদয় নিংড়ানো ভালোবাসা।
সবুজ অরণ্যে যখনই তোমাকে খুঁজেছি
তখনি হাতে হাত রেখে বলেছো
আমি আছি।
তোমার ঠোঁটের আলতো পরশ
যেদিন প্রথম অনুভব করি
সেদিন চিনেছি ভালোবাসা
আবেগ অনুভূতির মানে।
আজ তোমার জন্মদিন
কিছুতো দিতে হয়
তবে লাল গোলাপ নয়
আমার সতেজ লাল টুকটুকে
হৃদয়টা তোমাকে উপহার দিলাম।