বিনোদন
রাগ ঝাড়লেন সাইফ

বলিউড মেগাস্টার সাইফ ও কারিনার ছেলে তৈমুরের বয়স এখন মাত্র দুই বছর।এই বয়সেই রীতিমতো তারকা সে। তাই বাইরে বের হলেই ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা।
এর আগে জোর করে ছেলের ছবি তোলা নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও সম্প্রতি এ বিষয়টি নিয়ে চটেছেন সাইফ।
কয়েকদিন আগে ভারতীয় একটি বিমানবন্দরে সাইফ-কারিনার সঙ্গে তৈমুরকে দেখেই হুমকি খেয়ে পড়েন ছবি শিকারীরা। ছেলের একের পর এক ছবি তোলা দেখে বিরক্ত হয়ে সাইফকে বলতে শোনা যায়, ‘ব্যস, বন্ধ করুন, বাচ্চাটা অন্ধ হয়ে যাবে।’
আর এ ঘটনার ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়।এ সময় বাবার ঘাড়ে চড়ে তৈমুরও খুব অবাকভাবে দেখছিল গোটা ঘটনা। আমাদেরসময়.কম