ফিচার
সমাজটাকে বদলে দিতে

শাহ সরোয়ার আলী
ভুলে যাচ্ছি গান কবিতা
ভুলে যাচ্ছি ছড়াও
বিদ্যালয়ে আগের মতো
হয় না মানুষ গড়াও।
শাক সবজি আর যাহাই খাচ্ছি
সাথে খাচ্ছি ফরমালিন
গর্ত থেকে বের হয় না সাপ
যতই বাজায় নাগীর বীণ।
সময়টা আজ বদলে গেছে
ঘুরছে ঘড়ি অবিরাম
দিন মজুর আর অসহায়ের
বাড়ছে নাতো কোন দাম।
যাদের আছে তাদের হচ্ছে
বহুগুণে পরিমাণ
এই সমাজে ক’জন জানে
গুণিজনকে দিতে মান।
ধ্বংস হচ্ছে সমাজটা আজ
ধ্বংস হচ্ছে প্রজন্ম
অন্ধকারে যাচ্ছে তারা
বেড়ে যাচ্ছে কুকর্ম।
সমাজটাকে বদলে দিতে
একই সাথে রাখো হাত
অন্ধকারটা সরে যাবে
দেখতে পাবো সুপ্রভাত।