খেলাধুলা
ড্র করেছে শ্রীলঙ্কা

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে শ্রীলঙ্কা। আগের টেস্টে এগিয়ে থাকায় সিরিজ নিশ্চিত করলো লঙ্কারা। রোমাঞ্চকর চার দিন উপহার দেয়া সিরিজের দ্বিতীয় ম্যাচটি শেষ দিনে দেখেছে কুশাল মেন্ডিসের দৃঢ়তা।
৭ উইকেটে ২৪১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করা জিম্বাবুয়ে ২৪৭ রানেই নিজেদের ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে শতক হাঁকানো স্বাগতিক দলের অধিনায়ক সিন উইলিয়ামস দিনের শুরুতেই পূর্ণ করেন অর্ধশতক। তিনি ৫৩ রানে থাকাকালে ইনিংস ঘোষণা করা হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা।
জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ছিলো ৩৬১ রান। টেস্টের পঞ্চম ও শেষদিনে এই রান জড়ো করা সহজ নয়। শ্রীলঙ্কা তাই ড্রয়ের পথেই এগোতে থাকে। কুশাল মেন্ডিসের দৃঢ়চেতা ব্যাটিংয়ে তেমন কোনো বিপদ ছাড়াই দিন পার করে শ্রীলঙ্কা।
দিনের খেলা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা ব্যাট করেছে ৮৭ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ২০৪ রান। ২৩৩ বলের মোকাবেলায় ১১৬ রান করে অপরাজিত থাকেন কুশাল, হাঁকিয়েছেন ১৩টি চার ও ১টি ছক্কা।
এছাড়া ওশাডা ফার্নান্দো ৪৭, দীনেশ চান্দিমাল অপরাজিত ১৩ ও অধিনায়ক দিমুথ করুনারত্নে ১২ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে এই ইনিংসে একটি করে উইকেট শিকার করেন সিকান্দার রাজা, কার্ল মুম্বা ও ভিক্টর নিয়াউচি। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা সিকান্দার ম্যান অব দ্যা ম্যাচ খেতাব পান। সিরিজ সেরা হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।