ফিচার
এই সময়ের হাহাকার

মামুন সুলতান:
সশব্দ এই সংসারে বাজার সদাই নেই বলে
হাঁড়িতে দিয়েছি কাল সময়ের উত্তপ্ত ঘড়ি
ধোঁয়ার ধূর্ত কুণ্ডলি ভূতের মতোন উড়ে উড়ে যায়
ক্ষুধার্ত ভ্যানচালকের চাকায় ঘুরছে উপোস উদর
রাজমিস্ত্রির হাতে গড়ে স্বকালের বহুতল ইতিহাস
কষ্টরকম উঠোনে বপন করছি বেদনার ঝাউবন
শ্রমিকের বেহালায় করুণ সুরের হাহাকার ধ্বনি
অভোগ্য এই জীবনে কেউ দাঁড়াতে পারে না
অফিস পাড়ায় তালা স্যারের বাড়িতে লকডাউন
বেতন ভাতায় ঝরে পৃথিবীর সমস্ত অভিশাপ
কর্মহীন কর্পোরেট চলে গেছে হাঙরের পেটে
অনিষ্ট এই সময়ে পাখির কাকলি থেমে গেছে
সুখের বালিশে আজ মাথা রাখে কষ্টের রাত
পেটের পায়চারি দেখে ঘেউ ঘেউ করে না ত আর
এই বাড়ির আপন বহু পুরাতন ভৃত্য পালিত কুকুর।