সমগ্র বিশ্ব
বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়ালো

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে মোট ২ লাখ ৯০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৬০ জন। এই ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫০৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ১১ হাজার ৭৯৬ জন।
[৩] আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারে মঙ্গলবার দিবাগত রাত ১টায় এ পরিসংখ্যান পাওয়া গেছে। চলতি সপ্তাহে করোনা ভাইরাসের বৈশ্বিক তালিকায় ঘটে গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। তবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে অবস্থান করছে। ইতালি, ফ্রান্স ও জামার্নিকে ছাড়িয়ে উপরে ওঠে এসেছে রাশিয়া ও যুক্তরাজ্য।
[৪] বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট ১৩ লাখ ৯৫ হাজার ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮২ হাজার ৫৫৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৭৬০ জন। আক্রান্তের সংখ্যায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ২ লাখ ৬৯ হাজার ৫২০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯২০ জনের। মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে স্পেন, ২৪ ঘণ্টায় মারা গেছে ১৭৬ জন।
চট্টগ্রামে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ ≣ আজহারীর সমালোচনাকারীরা তিন ভাগে বিভক্ত: গোলাম মাওলা রনি ≣ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১১৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মডার্ন সিনটেক্স লিঃ
[৫] চলতি সপ্তাহে শুরুতে রাশিয়া ঘটে গেছে করোনা বিস্ফোরণ। মাত্র ৩ দিনের ব্যবধানে দেশটি করোনা আক্রান্তের বিশ্ব তালিকায় তিন নম্বরে ওঠে এসেছে। সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাশিয়ায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৯৯ জনের। দেশটিতে মৃতের সংখ্যা এখনো তুলনামূলক কম, মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।
[৬] যুক্তরাজ্যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও আক্রান্ত ও মৃত্যু থেমে নেই। আক্রান্তের তালিকায় ইতালি, ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে দেশটি ওঠে এসেছে চতুর্থ অবস্থানে। যুক্তরাজ্যে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪৬৩ জন, মৃত্যু হয়েছে ৩২ হাজার ৬৯২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬২৭ জন।
[৭] পঞ্চম অবস্থানে নেমে যাওয়া ইতালিতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ২১৬ জন, মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯১১ জনের। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন, মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৩ জন জার্মানিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৯০৫ জন, মারা গেছে ৭ হাজার৬৯৩ জন।
[৮] দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে করোনা ভাইরাস প্রকোপ সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন ১ লাখ ৭২ হাজার ২৪৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৮০ জনের।
[৯] এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্তে শীর্ষে অবস্থান করছে ইরান। দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৭৬৭ জনের, মারা গেছে ৬ হাজার ৭৩৩ জন। করোনার উৎপত্তিস্থল চীনের অবস্থান এশিয়ার তালিকার দুই নম্বরে। দেশটিতে করোনা শনাক্ত হয় ৮২ হাজার ৯১৯ জনের, মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৩৩ জন।
[১০] প্রতিবেশি দেশ ভারত ওঠে এসেছে এশিয়ায় করোনা আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে। দেশটিতে মোট আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮১ জন, মোট মারা গেছে ২ হাজার ৪০৮ জন।
[১১] দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তানে মোট করোনা রোগীর সংখ্যা ৩২ হাজার ৬৭৪ জন। দেশটিতে লকডাউন প্রত্যাহার করার পর একদিনেই আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩৩ জন, মারা গেছে ৫৭ জন।
[১২] বাংলাদেশে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হযেছে ৯৬৯ জন। এ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫০ জন। দেশে লকডাউন শিথিল করে দোকানপাট-মার্কেট খুলে দেয়ার পর বেড়ে গেছে আক্রান্তের হার। পূর্বপশ্চিম