সমগ্র বিশ্ব

মাস্ক পড়লে ৭০ হাজার জীবন বাঁচানোর সুযোগ আছে

যুক্তরাষ্ট্রে নতুন করে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেয়া না হলে ডিসেম্বরের মধ্যে মারা যাবেন আরও ১ লাখ ৩৪ হাজার মানুষ। যদি বর্তমানের চেয়েও বিধিনিষেধ শিথিল করা হয় তবে মৃতের সংখ্যা আরও বাড়বে। এমন আশঙ্কা গবেষকদের। সিএনএন

[৩] ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অবশ্য বলছে, এখনও ৭০ হাজার জীবন বাঁচানোর সুযোগ আছে। তবে এজন্য আমেরিকানদের মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে।

[৪] প্রধান গবেষক ক্রিস মুরি বলেন, ‘নেতারা কেমন করেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। সরকারের ভুমিকাও আসলে অগ্রগন্য।’ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। যা বিশ্বে সর্বোচ্চ।

[৫] গবেষকদের মতে, ডিসেম্বরের ১ তারিখে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা হবে ৩ লাখ ১০ হাজার। তখনও তা বিশ্বে সর্বাধিকই থাকবে। এ সময়ের পর ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close