মানবিক কার্যক্রম/ চ্যারিটিসোনার বাংলাদেশ
উত্তরাঞ্চলে মানবিক সাহায্য সংস্থার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি

নভেল করোনাভাইরাস সংক্রমন রোধে এমএসএস দেশের উত্তরাঞ্চলে সংস্থার উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে ।
উপকারভোগীদের মধ্যে রয়েছে কৃষিজীবী, শ্রমজীবী, দিনমজুরে, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা, মৎসজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। যাদের কর্মজীবনে ফিরে আসতে হচ্ছে বেঁচে থাকবার প্রয়োজনে। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ফিরতে হচ্ছে কাজে যেখানে সামাজিক দূরত্ব মেনে চলবার পাশাপাশি মাস্ক পরা অতিজরুরি।
এমএসএস-এর সহকারী পরিচালক (অ্যাডভোকেসী, কমিউনিকেশন এন্ড মিডিয়া) স্বপ্না রেজা জানান, স্বাস্থ্যবিধি মেনে কাজে ফিরে আসা এবং করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত মাস্ক ব্যবহারের জন্য এমএসএস তার উপকারভোগীদের মাঝে মাস্ক বিতরণ শেষ করেছে ২ সেপ্টেম্বর। বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এবং নীলফামারী জেলার সদর ও গ্রামে মানবিক সাহায্য সংস্থার ২৫ হাজার উপকারভোগীর মাঝে এই মাস্ক বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি তাদের সচেতন ও সর্তক করবার জন্য হ্যান্ড লিফলেটও বিতরণ করা হয়।
মানবিক সাহায্য সংস্থার প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান বলেন, ‘করোনাভাইরাস সংক্রমন রোধে প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোন বিকল্প নেই।