মানবিক কার্যক্রম/ চ্যারিটিসমগ্র বিশ্ব
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রশংসায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব। প্রেসিডেন্ট ভবন ইস্তানায় ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সাক্ষাৎ প্রদানকালে তিনি এ প্রশংসা করেন। নিজভূমে রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করতে হাইকমিশনার আসিয়ানসহ অন্যান্য ফোরামে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলে প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব এ বিষয়ে তাঁর দেশ গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেন।
প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে বিদায়ী সাক্ষাৎকারের অংশ হিসেবে বিদায়ী হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রানী রাজাহ এবং মানবসম্পদ মন্ত্রী ড. তান সি লেঙ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সিঙ্গাপুরে প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে মো. মোস্তাফিজুর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে এ মাসের মাঝামাঝি জেনেভার উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করবেন।
সংবাদসূত্র: বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর