ইমিগ্রেশন
জেদ্দায় ২৬ ও রিয়াদে ২৭ সেপ্টেম্বরে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট

চলতি বছরের ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারী যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা থেকে জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে রিয়াদে যেতে পারবেন। সেজন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
বিমান জানিয়েছে, ১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকেটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিং এর জন্য বিমান সেলস অফিসে টিকেট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস/ লিংক থেকে অনুমোদনসহ আগামীকাল ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন পেলে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য জানানো হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘন্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।