ইমিগ্রেশন

নিজ দেশে ফিরে গেলেন হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ

বাংলাদেশে নিযুক্ত সদ্য বিদায়ী ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরেছেন। আজ শুক্রবার বিকেলে তিনি বেনাপোল ইমিগ্রশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করেন। জানা গেছে, বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশের স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।

এর আগে রিভা গাঙ্গুলী দাশ বেনাপোল চেকপোস্ট পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এসএম শামীমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মাকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব তাকে ফুল দিয়ে বিদায় জানান।

রিভা গাঙ্গলী দাশের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

গত বছরের ১ মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার স্থলে রিভা গাঙ্গুলী দাশ হাইকমিশনার হিসেবে যোগদান করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার দায়িত্বের স্বল্পকালিন সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্যিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close