ইংল্যান্ডটপ স্টোরিজ
ইস্ট লন্ডনে ঘরের মধ্যে দুই পুরুষকে হত্যা, মহিলা আটক

ইস্ট লন্ডনে একটি ঘরের মধ্যে দুই পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক মহিলাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৪ ঘটিকায় ইলফোর্ডের টাভিস্টক গার্ডেন থেকে পুলিশকে ফোন করা হয়। পুলিশ সেখানে দুই ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় পেলেও তাদের সেখানেই মৃত্যু হয়।
ঘটনাস্থলে পাওয়া মহিলাকে আটক করতে পুলিশ ট্রেজারড ব্যবহার করে। ফলে তাকে হাসপাতালে নেয়া হয়। ভবনের নিচ তলার এক বাসিন্দা বিবিসিকে বলেন, আমি এক মহিলার চিৎকার শুনতে পেয়ে ঘুম থেকে উঠি।
সেখানকার বাসিন্দা কুদ্দুস মিয়া ৪৪ জানান, তিনি হেলফ হেলফ করে কেউ সাহায্য চাইছে এমন আওয়াজ শুনতে পান। খবর পেয়ে দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে পৌছায়।
আরেক বাসিন্দা বলেছেন, উক্ত মহিলা ঘরের বাইরে এসেও সাহায্য কামনা করেন। তিনি বলেন, আমরা এখানে ১৫ বছর যাবত বসবাস করছি, প্রতিবেশিরা সব সময়ই খুবই নিরব ও শান্ত স্বভাবের।