সমগ্র বিশ্ব

শপথ নিতে ক্যাপিটলে বাইডেন-হ্যারিস

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাপিটল ভবনে পৌঁছেছেন নবনির্বাচিত মার্কিণ প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তাদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো ক্যাপিটল এলাকায়। অনুষ্ঠানে বাইডেন-হ্যারিসের সঙ্গে রয়েছেন তাদের জীবনসঙ্গী জিল বাইডেন এবং ডগ এমহফও। এ ছাড়া পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন। তিনি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে একটি সম্ভাব্য ফেয়ারওয়েল অনুষ্ঠানে অংশ নেবেন। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সামরিক অভিবাদন নিয়ে ট্রাম্প ও মেলানিয়া চলে যাবেন ফ্লোরিডার মার এ লাগোতে।

এদিকে আবার যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে একটি টুইট করেছেন জো বাইডেন। টুইটে আজকের দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন দিন বলে অভিহিত করেছেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close