বিনোদন

প্রায়ই নিখোঁজ হন শামীম, খবর রাখেন না পরিবারের

‘মাসে অনন্ত একবার তিন-চার দিনের জন্য লাপাত্তা হয়ে যায় শামীম। ফোনেও যোগাযোগ হয় না। আর মাসে বাসায় থাকে হাতেগোনা কয়েকদিন। আমাদের ঠিকমতো খোঁজ-খবর নেয় না সে। পরিবারের খরচও ঠিকমতো দেয় না। এ নিয়ে বেশ কয়েকবারই আমি ও আমার অভিবাবক ওর সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি। শুধু তাই নয়, মিডিয়াতেও (কয়েকজন নির্মাতা ও অভিনেতার সঙ্গে) বিষয়টি নিয়ে কথা হয়েছে। তাতেও কোনো লাভ হয়নি। আসলে ও কি চায়, এটা ওই ভালো বলতে পারবে।’

দৈনিক আমাদের সময় অনলাইন’র কাছে এভাবেই কথাগুলো বলছিলেন কৌতুক অভিনেতা শামীম আহমেদের স্ত্রী আশামনি।

এবার বেশ কিছুদিন তার খোঁজ না মিলায় এবং শুটিং করতে গিয়ে শামীম ঝামেলায় পড়েছেন শুনে বাধ্য হয়েই সাংবাদিকদের সাহায্য চেয়েছেন তার স্ত্রী। গণমাধ্যমের সুবাদে ‘অভিনেতা শামীম আহমেদকে খুঁজে পাচ্ছে না পরিবার’ সংবাদটি শামীমের নজরে আসলে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এই অভিনেতা।

স্ত্রীকে গত সোমবার রাতে ফোন করে এই অভিনেতা বলেন, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঢাকার ফিরবেন তিনি। কিন্তু তারপরও শামীম বাসায় আসেননি। উল্টো জানান, নতুন কাজের শুটিংয়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। বাসায় আসতে সময় লাগবে।

আশামনি বলেন, ‘উনার তো উচিৎ ছিল বাসায় এসে দেখা করার। উনার ঝামেলার কথা শুনে আমরা চিন্তিত। কিন্তু উনি উনার মতোই আছেন। আমাদের কারও কথা চিন্তা করার সময় নেই তার।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংসারে তিন ছেলে। দুই ছেলে গ্রামের বাড়িতে (নরসিংদী) থাকে। আর এক ছেলেকে নিয়ে আমি ঢাকায় থাকি। বড় ছেলে কলেজে পড়ে, এক ছেলেকে মাদ্রাসায় দিয়েছি। ওদের নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়। বাবা হিসেবে সবই ওর জানা। কিন্তু তারপরও ওর মধ্যে কোন পরিবর্তণ নেই।’

দাম্পত্য জীবনে সম্পর্ক কেমন যাচ্ছে-এ বিষয়ে আশামনি বলেন, ‘৯ বছরের সংসার জীবনের শুরুটা ভালোই ছিল। কিন্তু এখন নানা কারণেই আমাদের মতের মিল হচ্ছে না। আসলে, এসব বিষয় নিয়ে মিডিয়ায় কথা বলতে চাইনি, বাধ্য হয়েই কথা বলছি। ওর কাছে কয়েকবার জানতে চেয়েছি, সে কি চায়। কিন্তু কোন উত্তরই সে দেয়নি।’

শামীম কি নতুন কোনো সংসার পেতেছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলতে পারব না। এটা শামীমই ভালো বলতে পারবে।’

এদিকে, স্ত্রীর এমন অভিযোগ প্রসঙ্গে শামীম আহমেদের ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা যায়নি তার বর্তমান অবস্থানও। স্ত্রীর কাছেও শামীমের বর্তমান কোনো ফোন নম্বর নেই।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকের সুবাধে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন শামীম আহমেদ। লম্বা ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটকে কাজ করেছেন তিনি। দেখা গেছে বড়পর্দাতেও। প্রায় ২৬টি ছবিতে অভিনয় করেছেন শামীম আহমেদ।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন...

Close
Close