খেলাধুলা
ক্ষমা চাইলেন শাহরুখ খান

চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে মাঝামাঝি রানে আটকে দিয়ে টানা জয়ের আশা দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ মুহূর্তের ব্যাটিং ব্যর্থতায় সেই আশা ধুলিসাৎ হয়েছে।
শেষ ৩০ বলে প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। কিন্তু ব্যাট হাতে কলকাতা এই ৫ ওভারে রান নিয়েছে মাত্র ২০। আর উইকেট দিয়েছে চারটি। পুরো মিডল অর্ডারের ব্যাটিংয়ে ব্যর্থতায় মুম্বাইর কাছে ১০ রানে হেরেছে দুবারের চ্যাম্পিয়নরা।
দলের এমন হার সহজভাবে মেনে নিতে পারেননি দলটির কর্ণধার বলিউড বাদশাহ খ্যাত তারকা শাহরুখ খান। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেন তীব্র হতাশা। সেই টুইটের প্রতিক্রিয়া ভিন্ন যুক্তি দেখালেন দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।