আমাদের কমিউনিটিএডিটর্স পিকসমানবিক কার্যক্রম/ চ্যারিটি
দানশীলতার অনন্য নজির স্থাপন করলেন দৌলতপুর গ্রামবাসী

বিশ^নাথ উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জন্য আহবান করা ১০ লক্ষ টাকার একটি চ্যারিটি আপিলে ২৪ ঘন্টায় ১১লক্ষ ১৬হাজার ৯শত ৬০টাকা দান করেছেন দৌলতপুর গ্রামবাসী। এতো কম সময়ে মহতি এই কাজে সাড়া দিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন দানশীল ব্যক্তিরা। এই অর্থ দিয়ে মাদ্রাসার জন্য ভূমি ক্রয়,পুকুর খনন ও ঘাট পাকাকরণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
দানশীল ব্যক্তিরা হলেন বাদশা মিয়া চৌধুরী, আলাল মিয়া চৌধুরী, দিলাল মিয়া চৌধুরী, হাজী মোঃ আসকির আলী, মোঃ রফিক আলী(বাবুল), মোহাম্মদ আলী(আমির), হাজী মোঃ মখলিছুর রহমান, আনোয়ার মিয়া, মোঃ মিসবাহ উদ্দিন, মোঃ আব্দুল মুহিত,গোলাপ মিয়া, বাদশা মিয়া, নুরুন্নেছা খাতুন, মোঃ আব্দুল আহাদ খাঁন, আলহাজ্ব মোঃ রফিক আলী,সাইফুল আলম, মোঃ পায়েল মিয়া।
মহতি এ কাজে গ্রামের প্রবাসীরা স্বতস্ফুর্তভাবে এগিয়ে আসার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান, সেক্রেটারি মোঃ আব্দুল ফাত্তাহ চৌধুরী(তৈয়ব মিয়া) ও মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ সাহাব উদ্দিন।