আমাদের কমিউনিটি

গ্রীণ লাইফ ডায়াবেটিস সেন্টারের অভিষেক ও চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

জাবেদ হোসেন: বিপুল দর্শক সমাগম ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সাউথশীল্ড রাধুনী রেষ্টুরেন্টে গ্রীণ লাইফ ডায়াবেটিস সেন্টারের অভিষেক ও চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয় সোমবার স্থানীয় সময় রাত ৮ ঘটিকার সময়।
মোঃ ওবায়দুর রহমান সুয়েব এর সঞ্চালনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে কাউন্সিলর হাবিব রহমান লর্ড মেয়র, নিউক্যাসল সিটি কাউন্সিলকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় কমিউনিটি ব্যক্তিবর্গ ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ ।
গ্রীণ লাইফ ডায়াবেটিস সেন্টার এর প্রতিষ্ঠাতা জাবেদ হোসেন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় সকলকে গ্রীণ লাইফ ডায়াবেটিস সেন্টারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অভিহিত করেন তিনি। সুবিধাবঞ্চিত মানুষকে প্রাথমিক ডায়াবেটিস চিকিৎসা এবং জীবনযাত্রার মান উন্নীত করনের ব্যাপারে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি আর ও বলেন, ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর আশা প্রকাশ করেন। তাছাড়া, মাননীয় সংসদ সদস্য, সাউথশীল্ড, এমা লয়েল বাক প্রধাণ অতিথির বক্তব্যে জাবেদ হোসেন এর উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি কাউন্সিলর হাবিব রহমান তার বক্তব্যে কমিউনিটির সবাইকে একসাথে হাতে হাত রেখে এই মহৎ কাজে সহযোগিতা করার আহবান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আন হেতেরিংটন, কাউন্সিলর আনজেলা হামিলটন, সারিয়া নুরুন্নেসা, দন মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নিরজাস মিয়া, কমিউনিটি ব্যাক্তিত্ব হাবিবুর রহমান রানা, আজিম বক্স, জোনায়েদ খাঁন, মিসবা তরফদার, গোলাম জিলানি চৌধুরি রাসেল, মিথুন রহমান, কমর উদ্দিন জুলহাস, রাজিব চৌধুরী সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে আনন্দঘন নৈশভোজ মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘোষণা করা হয় ।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close