প্রতিদিন চুলে পানি লাগানো ঠিক নয়। এতে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। শীতে চুলের রুক্ষতা রোধ করতে আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে। জেনে নিন শীতে কত দিনে চুল ধুবেন এবং কীভাবে চুলের যত্ন নেবেন।
- শুষ্ক স্কাল্প হলে ৩ থেকে ৪ দিন পর পর চুল ধুয়ে নিন।
- তৈলাক্ত স্কাল্প যাদের, তারা দুই দিনে একবার ধুয়ে ফেলুন চুল। নাহলে তেলতেলে হয়ে ধুলাবালি আটকাবেও বেশি।
- কোঁকড়া চুল হলে সপ্তাহে দুইবার ধুয়ে ফেলাই যথেষ্ট।
- বার বার চুল ধোওয়ার প্রয়োজন হলে শ্যাম্পু কম ব্যবহার করার চেষ্টা করুন। কারণ শীতে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুল আরও রুক্ষ করে তুলবে।
- চেষ্টা করুন শীতের এই সময়টাতে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে।
- হেয়ার ড্রায়ার বা এই ধরনের যন্ত্র ব্যবহার না করার চেষ্টা করুন। তাপে চুল দ্রুত ভেঙে যাবে।
- শুষ্ক স্কাল্প যাদের, তারা শ্যাম্পু ব্যবহার করার আগে অবশ্যই চুলে তেল ম্যাসাজ করে নেবেন।
- কুসুম গরম পানি দিয়ে চুল ধোবেন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না।
- চুল ভালো রাখতে এ সময় ডিপ কন্ডিশনিং ভীষণ জরুরি।
- বাইরে বের হওয়ার সময় অবশ্যই চুল ঢেকে নেবেন। এতে বাড়তি ধুলাবালি থেকে রেহাই মিলবে।