আমাদের কমিউনিটি
পূর্ব লন্ডনে তিনটি স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করেছে হেলপ ফর চেঞ্জ

হেলপ ফর চেঞ্জ এর উদ্যোগে লন্ডনে তিনটি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের সেমিনার অনুষ্ঠিত হয় ৯ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের কলিংউড হলে। পরবর্তী সেমিনার অনুষ্ঠিত হবে ১৬ এবং ২৩ ডিসেম্বর।
সেমিনারে প্রধান উপস্থাপক ছিলেন ইউসিএল এর সহযোগী অধ্যাপক ডাক্তার শাহ জালাল সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেলপ ফর চেঞ্জ এর সিইও মোহাম্মদ আবদুল আউয়াল তালুকদার। সভাপতিত্ব করেন কমিউনিটি এংগেজমেন্ট ফর কলিংউড এর জেবুন্নাহার জেবু।
কিভাবে সহজ উপায়ে ডায়াবেটিকস, হার্ট ব্লক, স্ট্রোক, অতিরিক্ত ওজন কমানো যায়, স্থূলতা, হাঁপানি, বিষন্নতা, অনিদ্রা, উচ্চ রক্তচাপসহ নানা রোগের প্রতিরোধ করা যায় এই বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাক্তার শাহ জালাল সরকার। এছাড়াও আমাদের প্রতিদিনের খাদ্যাভাসে কি ধরনের পরিবর্তন প্রয়োজন সে বিষয়ে ধারণা দেন তিনি।
১৬ এবং ২৩ ডিসেম্বর সেমিনারে কমিউনিটির সকল বয়সীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন এর আয়োজক মোঃ আব্দুল আওয়াল তালুকদার। মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের সেমিনার বেশি বেশি করে আয়োজন ও কমিউনিটির সর্বস্তরের লোকজনের নিজের স্বার্থেই এগুলোতে অংশ নেয়ার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন আগতরা।