আমাদের কমিউনিটি
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশের হাসপাতালে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) ঝিমিয়ে থাকা রাজনীতিও খালেদার বিদেশে চিকিৎসার দাবিকে কেন্দ্র করে বেশ জাগ্রত হয়ে উঠেছে।
যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। খালেদা জিয়ার বন্দিদশা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মাদার অব পার্লামেন্ট খ্যাত ব্রিটিশ পার্লামেন্টের সামনে। গত সপ্তাহে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে লন্ডন মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাঁকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় বন্দি অবস্থায় চিকিৎসা বঞ্চিত হয়ে খালেদার মৃত্যু হলে সেটির দায় শেখ হাসিনা সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন বক্তারা। লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভে সামলি হন নেতকর্মীরা। এতে উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন ভুঁইয়া, সোহেল আহমদ, এস এম নাসির উদ্দিন, মো. রোকন মিয়া, মো. আশরাফুল আলম, আবু বকর সিদ্দিক, জে আলী, লন্ডন মহানগর জাসাসের সহসভাপতি ফেরদৌসী বেগম, নাসির উদ্দিন, আব্দুস সালাম আজাদ, দেলোয়ার হোসেন, আব্দুল হক শাওন, হোসেন আহমদ, মোমিন মিয়া, নাজিয়া আকবর, পটল মিয়া, মুজিবুর রহমান, মো: রাজিব আহমদ, রানা আহমদ সোহেল, গোলজার আহমদ, মো: মহিউদ্দিন, দেওয়ান সাব্বির, মো. তারেক উদিদন, সাঈদ মিয়া, মো. আমির হোসেন, মো. আশরাফুল আলম, মো. আকছার, সাহেদ আহমদ, রেজাউল করিম, মো. শেরওয়ান আলী, আশফাক হোসেন চৌধুরী সাদী, আলী উজ্জ্বল, করিম মিয়া, মো. রনি, ফয়ছল আহমদ, মো. তৌহিদুর রহমান, রুবেল আহমদ রোহেল, আশরাফুল ইসলাম সুমন, মো: নুর মিয়া, মো. ফান্টু, মো. পারভেজ মিয়া সুজা, মেহেদি হাসান ফাহিম, রেজাউল করিম, সৈয়দ খবির হোসেন, আব্দুস সালাম প্রমুখ সহ কয়েক শ’ নেতাকর্মী।
বক্তারা বলেন, সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাভোগ করছেন। তাঁকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।