আমাদের কমিউনিটি

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী কমিটির সভা ১১ ডিসেম্বর শনিবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ছালেহ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা মুহাম্মদ শাহ‌নূর মিয়া, সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, নির্বাহী পরিষদ সদস্য হাফিজ শহীর উদ্দিন প্রমূখ।
সভায় বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস সফলের দাওয়াতী কার্যক্রম জোরদার, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডনে একটি সমাবেশের আয়োজন, শাখা সমূহ পূর্ণগঠন করার লক্ষ্যে বিভিন্ন শহরে সাংগঠনিক সফর।
এছাড়াও সভায় কোরআন তেলাওয়াত, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা, হেদায়েতি বক্তব্য, মোহাসাবা, সভাপতির সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাত কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ প্রচার সম্পাদক ও মিডল্যান্ড শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম ও লিডস শাখার  দায়িত্বশীল মাওলানা মারুফ আহমদের পিতা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মখলিছুর রহমান (নিছিন্দর হুজুর) এর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close