বিনোদন
আয়োজকদের অনেকেই কোভিডে আক্রান্ত হওয়ায় স্থগিত হলো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

পুয়ের্তো রিকো’তে কয়েক ঘন্টা বাকি ছিল মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হওয়ার। কিন্তু আয়োজক থেকে শুরু করে প্রতিযোগিদের মধ্যে অন্তত ৩৮ জন কোভিডে আক্রান্ত তাই বাদ দিতে হলো এ আয়োজন। সিএনএন
আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন স্বাস্থ্য ও নিরাপত্তার কারণেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
মালয়েশিয়ার প্রতিযোগী লাভানিয়া শিবাজি কোভিডে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে তিনি নিজেই তা জানিয়েছেন। লাভানিয়া আইশোলেশনে আছেন।
এর আগে ইন্দোনেশিয়ার প্রতিযোগী প্রিসিলা কার্লা ইউলেস কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানান। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।
মিস ওয়ার্ল্ড আয়োজককারীরা জানিয়েছেন আগামী ৯০ দিনের মধ্যে এ প্রতিযোগিতা হবে এবং কবে হবে তা জানিয়ে দেওয়া হবে।