সোনার বাংলাদেশ

বিদেশে চিকিৎসার জন্য বেগম জিয়াকে জেলে গিয়ে আবার আবেদন করতে হবে: আইনমন্ত্রী

বুধবার বেলা পৌঁনে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর এজিএম অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন। সময় টিভি

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে, সেটা বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ডিবিসি টিভি

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তার চিকিৎসার সব ব্যবস্থা করা আছে। ফোজদারি কার্যবিধি ৪০১ অনুযায়ি একবারের বিবেচিত দরখাস্ত পুন বিবেচনার সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রয়োজন, তবে তার আগ পর্যন্ত রাষ্ট্রপতির সিদ্ধান্তেই কমিশন গঠন হবে।

তিনি বলেন, এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হবার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।

তিনি আরও বলেন, অপরাধের তথ্য এখন অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী জানার আগেই দিচ্ছেন সাংবাদিকরা। দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবার। সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সুসম্পর্ক, তা খুবই গভীর হয়েছে। আমাদের দেশে যত টকশো হয়, এত টকশো অন্য দেশের গণমাধ্যমে হয় না। বাক-স্বাধীনতা নাই তা বলা যাবে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও হচ্ছে। ঢাকা পোষ্ট

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন...

Close
Close