সমগ্র বিশ্ব
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কফিনবাবা এলাকায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন রবিউল ইসলাম। কমিউনিটি নেতা আব্দুল মজিদ প্রান্তিক জানান, নিহত রবিউল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জে।
কয়েক মাস থেকে প্রদেশটির ইস্ট লন্ডনসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আশঙ্কাজনকহারে চুরি-ডাকাতি বেড়েছে। রবিউলকে হত্যার পাশাপাশি একই গ্রামে বাংলাদেশি মালিকানাধীন আরও দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি করেছে দূর্বৃত্তরা।