টপ স্টোরিজসমগ্র বিশ্ব
মুসলিম নারীদের বিক্রির বিজ্ঞাপন, ভারতজুড়ে ক্ষোভ

ভারতে ‘বুল্লি বাই’ অনলাইন অ্যাপে বিনা অনুমতিতে শতাধিক মুসলিম নারীর ছবি আপলোড করে নিলামে তোলা হয়েছে। এমন ঘটনায় তোলপাড় ভারতে। প্রতিবাদ জানিয়েছে নানা শ্রেণির মানুষ। একে চূড়ান্ত অপমানজনক বলে ক্ষোভ প্রকাশ করছেন মুসলিম নারীরা।
মুসলিম নারীদের বিক্রি করতে ‘বুল্লি বাই’ নামক অনলাইন অ্যাপ তৈরি হয়েছে সম্প্রতি। গত বছরও এমন ঘটনা ঘটে। সেই সময় ‘সুল্লি ডাইস’ নামক এক অ্যাপে মুসলিম নারীদের ছবি আপলোড করে নিলামে তোলার অভিযোগে অ্যাপটি বন্ধ করে দেয় প্রশাসন। একই ঘটনার পুনরাবৃত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে।
সমালোচনার মুখে ভারতের কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনায় জড়িতদের গিটহাব অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় ‘পরবর্তী পদক্ষেপ’ নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন মন্ত্রী।
সম্প্রতি দিল্লির এক সাংবাদিকের ছবি দেখা যায় ‘বুল্লি বাই’ অ্যাপটিতে। তারপর আপটি নিয়ে তোলপাড় শুরু হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নারী সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মুসলিম নারীদের হেনস্তা ও অপমান করার উদ্দেশে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।