মানবিক কার্যক্রম/ চ্যারিটি

ওসমানীনগরে আলফালাহ চ্যারিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ডাক ডেস্কঃসিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থা আল-ফালাহ চ্যারিটির উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বড়হাজীপুর গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টর ইব্রাহিম খলিল, আল ফালাহ বাংলাদেশ’র কো অর্ডিনেটর আবুল কালাম, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকছার আহমেদ, সমাজসেবক আব্দুশ সহিদ ও সোয়াইবুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রবাসীরা সকল দুর্যোগে-দুঃসময়ে আমাদের পাশে এসে দাড়িয়েছেন।আমাদের মহান মুক্তিযুদ্ধেও প্রবাসীদের অনন্য অবদান রয়েছে। করোনা মহামারীর সময়েও প্রবাসীরা আমাদের দেশের অর্থনীথিকে সমৃদ্ধ করেছেন।প্রবাসীদের সহযোগিতায় আমরা অতীতের ন্যায় আগামী দিনেও এগিয়ে যাব।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close