আমাদের কমিউনিটিইংল্যান্ডএডিটর্স পিকস
এলইএ ক্যারিয়ার ফেয়ারে ব্যাপক সাড়া

মুহি মিকদাদ : শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে স্কুল ক্যাম্পাসে ক্যারিয়ার ফেয়ার আয়োজন করে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। এতে লন্ডনেরপ্রায় ২০টি সিক্সথফর্ম এ কলেজ অংশ নেয়। স্কুলের ইয়ার–১১ এর শিক্ষার্থী ও তাদের অভিভাবক সরাসরি এসব প্রতিষ্ঠানেরপ্রতিনিধিদের সাথে ভর্তি সংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ পান।
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী জানান, ব্যতিক্রমী এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের সেরা কলেজপছন্দের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে। প্রায় ১৬ জন শিক্ষার্থী তাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে পেরেছেন।
ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়, নিউ সিটি কলেজ, ওয়ালথামফরেস্ট সিক্সথফর্ম, নিউহ্যাম কলেজ, স্যার জর্জ মনোক্স কলেজ, মালবারী গার্লস স্কুল, ইউটিসি এন্ড একাডেমী সরডিচসহ লন্ডনের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের কলেজে ভর্তির নিয়মাবলী, গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং ভর্তির ডেডলাইনসহ প্রয়োজনীয় তথ্যসম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।